হে মোহাম্মদ, পাপমুখে না গাইতে পারি তোমার গুণগান
মানুষেতে হয়ে গেছে, তুমিই তো জগতে প্রধান ।।
নূরানী ছুরত নিয়া, বংশের বাতি উজ্জল হইয়া
ইসলামের আলো দিয়া, হইলা মহা মহীয়ান ।।
কানছে মানুষ তোমার লাগি, আশেকেতে অনুরাগী
জিন ফেরেশতা আতস ভুগী, হুরপরী সব নূরীয়ান ।।
আরবেতে জন্ম নিয়া, খোদাই ছুরত মানুষ হইয়া
মহাসত্য প্রকাশিয়া মদীনাতে গেলো প্রাণ ।।
সোনার গম্বুজে ঘেরা, রওজা তোমার মনোহারা
আশেক হয়ে যাবে যারা, ফয়েজ তোমার করো দান ।।
তোমার কাছে জানাই নতি, দোয়া রেখো আমার প্রতি
জলালে চায় উর্দ্ধগতি, মরলে শান্তি পাইতো প্রাণ ।।