জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২২৪

সবাই করে একের আশা, এক ভিন্ন আর কিছুই নাই
সর্বাঙ্গ তার খুজে নেওয়া, জন মানবের সাধ্য নাই ।।
বুঝে দেখ আপন ঘরে, নিঃশ্বাসে কে ওঠে পড়ে
দুনিয়াজোড়া সব অন্তরে, ডুবাডুবি খেলছে লাই ।।
সদাই সকল জীবের সঙ্গে, ঘুরিতেছে মনোরঙ্গে
শক্তি দিয়া সর্ব অঙ্গে, নিজের নাই একটু ঠাই ।।
যদি কেহ দেখিতে চাও, নিজকে আগে চিনে নাও
প্রেমের ঘরে আগুন জ্বালাও, পুড়তে পুড়তে হওগে ছাই ।।
কালি কলম কাগজ ফেলে, তৌহিদের শিক্ষা লইলে
আল্লা না হয় খোদা মিলে, প্রাণ থাকিতে দেখরে ভাই ।।