এই বিশ্ব বাগিচার কূলে, রক্তজবা গোলাপ ফুলে
সুন্দর দেখে আছে ভুলে, দিন গেলো মোর এক দুই করে ।।
যে মদিরা পান করিলাম, অধরেতে চুমুক দিয়া
সেই অমৃত ভুলবোনা আর, মহাশূণ্য রাজ্যে গিয়া
পিয়ার কথাই জাগবে মনে, সত্য প্রেমের আকর্ষণে
আর সকলই বিস্মরণে পড়ে রইবো চিরতরে ।।
কর্মফলের সব অনুতাপ, পরকালের মিথ্যা ছায়া
গভীর মনের প্রশ্ন যত, অবিশ্বাসের আঁধার ছায়া
ঢাকবেনা মোর হৃদি আকাশ, তবে আবার কোন সর্বনাশ
ভেবে করছি হায় হুতাশ, বসিয়া আপনার ঘরে ।।
খেলোয়াড় হয়ে আমরা এসে, কত রঙ্গেই গেলাম খেলে
অভিনয়ের মঞ্চে উঠে সূর্যরশ্মি প্রদীপ জ্বেলে
কিন্তু ইহার রইলোনা আলো, সব আয়োজন ব্যার্থ গেলো
ইহকাল পরকাল জালাল, কারো ধার না ধারে ।।