আমি তোমার তুমি আমার, বান্ধা জীবন মরণে
ভুইলোনা রে সোনা বন্ধু, আমি অধমে ।।
তোমার আমার সরল পীরিতি রে বন্ধু, সরল পীরিতি
পাড়ার লোকে জানলে পরে ঘটবে দুর্গতি
গোপনে রাখিও পীরিত, লোকে যেন না শুনে ।।
তোমার লাগি কত দুঃখ সই রে বন্ধু, কত দুঃখ সই
লোক লাজের ভয়ে কারো কাছে নাহি কই
ঘরে আছে কাল ননদী, জানলে বধিবে পরাণে ।।
তোর লাগি কুলে দিলাম ছাইরে বন্ধু, কুলে দিলাম ছাই
জালাল বলে এই জগতে আর তো কেহই নাই
তোমার চরণ আশায় আছি জীবনে আর মরণে ।।