জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২০৯

আমা হইতে দয়াময় নাম গিয়াছে জানা
যদি আমি না হইতাম, তোমার নাম কেউ লইতোনা ।।
আমি যে তোমারই বড়, ভুলেছো সেই ঠিকানা
আনলাম যত শাস্ত্র কোরাণ, দিতে নামের ঘোষণা ।।
খোদ হইতে বানিয়ে খোদা, দিতেছো এই লাঞ্ছনা
তোর কারণে দোষের ভাগী, এই দাবী আর ছাড়বো না ।।
আমি তুমি এক পদার্থ, নাম বিচারে দেখো না
তুমি পাছে আমি আগে, আমার মতো তুমি না ।।
আমায় নিয়ে তোমার বড়াই, না হলে আর কিছুই না
তোমার কর্মে আমার আশা, কেন তবে পুরাবে না ।।
ডাকলে যেজন দয়া করে, দয়াল তারে বলা যায় না
না ডাকলে যে করবে দয়া, দয়াল বটে সেই জনা ।।