ভুলিতে না পারি তোমার চান্দ মুখখানিরে, শ্যাম গুণমণি
জ্বালাইয়া যে খেলা তুমি, বিচ্ছেদের অগনি ।।
বন্ধুরে, আমারই মরম দোষে, আগুন জ্বলে ঘুসে ঘুসে
দাগা দিলে অঙ্কুর বয়সে, আগে নাহি জানি
কি সুখ তোমাতে পাইয়া, সকল বিষয় ত্যাগ করিয়া
বিরাগে বৈরাগী হইয়া, শেষে পাগলিনীরে ।।
বন্ধুরে, তোমাকে দেখিবার ছলে, সখিগণ লইয়া জলে
যাইতাম মনোরঙ্গে ছাইড়া মাথার বেণী
শিরে মোর দিয়ে হাত, বলেছিলে ও প্রাণনাথ
ছাড়িয়া না যাবে আমায় করে অনাথিনী রে ।।
বন্ধুরে, বাসনা রহিলো মনে, শুইয়া তোমার সনে
হাসি মুখের আলাপনে, পোহাইতাম রজণী
প্রেমের বিষে হইলাম ছাই, জীবনের ভরসা নাই
মরিয়া ঘুচাবো জ্বালা, মুই কলঙ্কিনীরে ।।