জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৮০

রুপের পূজারী আমি, অরুপে জগৎ স্বামী
দেশে দেশে কত ভ্রমি, কভু দেখা পাইনা যে আর ।।
সেদিন আমার চলে গেছে, মধুময়ী শুভক্ষণ
নূতন বিয়ের লগ্ন গৃহে, পান আহারের আয়োজন
ঢাক ঢোলক আর শঙ্খ সানাই, নাচ গানেতে খেমটা বাঈ
সবাই তারা বিদায় হলো, গৃহ করে অন্ধকার ।।
উঠেছিলাম সেইদিন আমি, আলস্যহীন শয্যা হতে
সুন্দরী ষোড়শী নারী, মিললো এসে প্রণয় পথে
যৌবন মধু কাঞ্চা বধূ, গলে ধরে ঢালতো শুধু
এই জীবনের বাসরঘরে বরণ করে নিয়ে তাহার ।।
আজ গেলো কই চলে তারা, আমারে যে একা ফেলে
বিনয় ভাব শুনলোনা আর, ফেলিয়া গেলো পায়ে ঠেলে
এবার পড়ছি দায়ে কালের, বায়ে জালালের এই ভাঙ্গা নায়ে
চড়তে ইচ্ছা থাকলে তুমি বৈঠা ধরো উঠে এইবার ।।