আমি আর ডাকবোনা তোরে
ডাকিলে ফল কী হবে আর, একদিন দেখা দেওনা মোরে ।।
নিজেই তুমি নেও বানাইয়া, পাছায় বইলা মাঝি হইয়া
কোন দেশে যাও কি ভাবিয়া, বাইয়া ধীরে ধীরে
তোমার লাগি জগৎ পাগল, ভাসে আঁখি নীরে
কার সনেও না কথা বলো, অনন্ত যুগ যুগান্তরে ।।
পরম গুরু কল্পতরু, সাগর বাতাস পাহাড় মরু
জীব জানোয়ার মানুষ গরু, সকলের আকারে
ঘুরিতেছে রং বেরঙ্গে থেকে সবার ঘরে
বিশ্ব জুড়ে নিবাস তোমার, বহির্বিশ্বেও তেমনি করে ।।
নিজে একদিন নাম কইলেনা, মানুষেরই সব কল্পনা
সত্য মিথ্যা জানা যায়না, ডাকছি নানান সুরে
না দেখিয়া ভক্তি হয়না, আছি ভ্রমে পড়ে
ধাধায় থেকে জীবন গেলো, ঠিক সিদ্ধান্ত হইলোনা রে ।।
হাসি কাঁদি নাচি গাই, চালাও যখন চলে যাই
ঘরে থুইয়া দেখতে না পাই, এই দুঃখ অন্তরে
আর কতকাল থাকবে জালাল, মিছে আশা করে
শেষের বেলা এই প্রার্থনা, উর্দ্ধে নিয়ো জন্মান্তরে ।।