জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৩৮

অন্যায় পথে একদিন খোদা, যেতে আমায় পাইছোনি
বিদ্রোহী রই দোষ কি আছে, কেন তোমার আইন মানি ?
জন্মাবধি আজ নাগাদে, একটু আমার শান্তি নাই
তোমায় পাবো আশা করে, কত দেশ ঘুরে বেড়াই
মনের সাথে খেলতেছো লাই, মুই দোষী আর তুই গুণী ?
তোমারে হারায়ে আমি গিয়াছি আজ পথ ভুলে
সময় শেষে কাছে এসে তুলবেনি আমায় কূলে
ভাবতে গিয়া পড়েছি গোলে, পাইনা কিছুই নিশানী ।।
মান অভিমান ভুলে গেছি, অন্ধ হইলো দুই নয়ন
বিরহ বেদনায় সদা, থাকতে আছি উচাটন
কেউ শোনেনা মনের কান্দন, বনপোড়া আজ হরিণী ।।
ভাব বুঝিয়া রাগ পেয়েছি, পাগলা হেন হইলো মতি
ধু ধু করে প্রেমের আগুন জ্বলিতেছে দিনরাতি
জালালে কয় নিভলে বাতি, জিন্দা রইবে পাক রুহানী ।।