খেয়ালী সাগরে নৌকা বেয়ে আমি যাই চিরকাল
কেহ আর কইলোনা ডেকে, পাড়ে এনে তরী সামাল ।।
যখন যেদিক মনে ধরে, বিধির উপর নির্ভর করে
বেয়ে আইলাম ধীরে ধীরে, পায় ঠেলিয়া সব জঞ্জাল ।।
পাপ পুণ্যাদি না বুঝিয়া, ধরম করম না চাহিয়া
পরমেরই শান্তি নিয়া, ভুলে গেছি সেই পরকাল ।।
সত্যই যেন কার আকর্ষণে, সর্বদা এই মনকে টানে
প্রকৃতির নীরব গানে অন্ত্রে অন্ত্রে বাজে তাল ।।
গহীন বনে ঘর বাধিবো, অসাধ্য সাধন করিবো
হারা মানুষ ধরে নিবো, ছিন্ন করবো আট মায়াজাল ।।
থাকতে আছি যাহার ধ্যানে, সে কথা না কেহই জানে
ভাই বন্ধুরা সকল জনে বলছে এটা মূর্খ জালাল ।।