জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৬২

মানুষ হতে কয়জন পারে
রং বেরংয়ের পোশাক নিলেই, মানুষ বলে কয়না তারে ।।
মানুষের আচার ভিন্ন, কাজে তাহার পাই যে চিহ্ন
কেউ রাজা কেউ সেনা সৈন্য, কেহ ভিক্ষা করে
এত রংয়ে সঙ সাজিয়া, কেবা ঘুরে ফিরে
প্রেমের মূর্তি লয়ে একজন বিরাজ করে প্রতি ঘরে ।।
রহিম করিম রাধা কালী, এ বোল সে বোল যতই বলি
শব্দ ভেদে ঠেলাঠেলি হইতেছে সংসারে
ব্রহ্ম অণ্ডে খণ্ডে খণ্ডে বিভাগ হইলো পরে
এক হাতের তৈয়ারী জীব, আসা যাওয়া এক বাজারে ।।
কি হিন্দু আর মুসলমান, শাক্ত বৌদ্ধ খৃষ্টিয়ান
বিধির কাছে সবাই সমান, দেখে এক নজরে
বড় ছোট জ্ঞান করিয়া, দেখিও না কারে
জালালেরই কথা ধরো, নিজের বিচার নিজে করে ।।