টাকা কলির পরম ধর্ম, টাকাতে সকল কর্ম
টাকা বিনে কোনো কর্ম নাহি করা যায়
যার ঘরে টাকা আছে, লক্ষী বান্ধা তার কাছে
রঙ্গেতে রমণীর কাছে, বসে দিন কাটায়
পেয়ে লোকের ভালবাসা, পূর্ণ হয় মনের আশা
দালান কোঠায় বাধে বাসা, ফুলের শয্যায় ।।
ধনীর কাছে কাঙাল গেলে, কথা কয়না আঁখি মেলে
তাদের কথা তারাই বলে, আড়ে আড়ে চায়
পুছেনা কাঙালের কথা, কেন এলে, যাবে কোথা
পেয়ে শেষে মনে ব্যাথা, গৃহে চলে যায় ।।
জালালের বাণী, শোনরে ভাই ধনী
কেন তোমরা এমন করো দু চারদিনের দায়
ভাঙ্গে আর গড়ে হাসাইলে কাঁদাতে পারে
চলিতে হয় বিধির বরে এই দুনিয়ায় ।।