জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৪৬

নাই কিছু নাই, ফাঁকা এইসব, দুনিয়াই ঘেরা ছলনায়
সত্যের বাজার ভেঙ্গে গেছে, দেশ লয়েছে কেবল মিথ্যায় ।।
দিলে রেখে ছলচাতুরী, মুখে ফোটায় বাহাদূরী
পরের মাল করতে চুরি, ফন্দি খোজে সর্বদায়
পুরুষ নারী ছেলে বুড়া, ঠিক নাই কারো আগাগোড়া
ভিতরেতে থোড়া থোড়া, বেঈমানী সব অন্তরায় ।।
ধর্মগাধা রামছাগল, এদের জ্বালায় দেশ পাগল
নষ্ট করছে ক্ষেতের ফসল, সহ্য হয়না মাটির গায়
চার হাতি বেড়া দিয়া, সবে গেছে লেংটা হইয়া
রাতদিন একত্র বইয়া, বাপে, পুতে জুয়া খেলায় ।।
আল্লার ভক্ত মুসলমান, দলের মধ্যে এরাই প্রধান
কিতাব লইয়া করছে বয়ান, বড় বড় ধর্ম সভায়
হাদিস দলিল শতাশতি, আর যত সব পাঞ্জি পুঁথি
পড়তে দিয়াই নষ্ট মতি, অসৎ পথে সবেই যায় ।।
যখন ছিলো কাছা লেংটি, বেপর্দা সব বেটাবেটি
তখন মানুষ ছিলো খাটি, হারাম হালাল না চিনায়
তাম্বি হইলো নামাজ রোজা, ঘাড়ে উঠলো শক্ত বোঝা
সাপের মন্ত্র গারো ওঝা, ঝাড়িয়া পাপের বিষ নামায় ।।