প্রেম পাথারে জীবন ভরে, খেলে আমি যাই সাঁতার
প্রেমিক মানুষ কেবা আছে, নাগাল নাহি পেলেম তার ।।
সদায় কালো সুতের টানে, চলছে তরী ভাটির পানে
কিছুতে আর নাহি মানে, তারেই শুধু ভাবছি সার ।।
প্রেমের বৃক্ষ কোন পাহাড়ে, জিজ্ঞাস করি আজ কাহারে ?
বেঠিকানায় যাওয়া না যায়, এই সাগরের পরপারে ।।
কি করি তাই একা মনে, ভাবছি বসে সঙ্গোপনে
আকুল হয়ে মন পরাণে, সার করেছি বাঁশি আমার ।।
প্রেম সুধা যে আহার করে, ক্ষুধা তৃষা যায় তার দূরে
জালাল উদ্দীন অবিচারে পায়না রে আর কূল কিনার ।।