খেলার সাথি বানাইয়া, দুঃখ দিতেছো বারে বারে
ওহে দাইড়ল ভাই, মিছা দোষের ভাগী তুই বানাইলে মোরে ।।
দাইড়লরে, জ্ঞানেরে পিছনে নিয়া, আমারে তুই আঘাত দিয়া
আপনি মলে দাড়াইলে, সাড়ে তিন হাত ছেড়ে
পাছতি লক্ষ্য না রাখিয়া, মল্লিয়া মইলো চিল্লাইয়া
ছয়টায় এখন ভাঙছে ঘর, ফিরানো যায় কয়টারে ।।
দাইড়লরে, নিজ হস্তে আঁকিলে দাইড়, দৌড়ে যাও পুড়ার বাইর
এই সুযোগে আরো কয়টা প্রবেশ করলো ঘরে
পাকছে পড়ছে লইয়া গোলে, চৌদিকে উড়াইয়া ধুলা
শতাশতি কাইট গোলা, এইটার বিচার কে করে ।।
দাইড়লরে, মাইর পড়িলে ঠেইল্যা দাইড়ে, সবই যায় অস্বীকারে
গোলাতালি কার বা কোনটা, চিনা যায়না পরে
জালাল উদ্দিন একটা লইয়া, কুন্তি লইছে কোনায় গিয়া
আর কয়টা গেলো ফাল পাড়িয়া, হিসাব নাই আর তার পরে ।।