জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১১২

চীন শহরে আপন ঘরে তাস খেলোরে মন
অষ্ট পাতা হাতে এলে, অষ্ট পাশ হবে ছেদন ।।
খেলবি যদি অন্তঃপুরে, সাহেব বিবি একত্র করে
গুরুর নাম আশ্রয় করে, ধরগে তাহার শ্রীচরণ
পঞ্চতত্ব পাঞ্জা করে, পাঁচ পাঁচা পঁচিশের ঘরে
দীক্ষার বীজ শিক্ষার তরে, কর নিয়ে যোগ মিলন ।।
রামানন্দ সাহেব কর, আপনাকে বিবি ধর
তিরিতে ত্রিগুণ ছাড়, চৌকাতে রয় বাদিগণ
বদ রঙ্গেতে গোলাম বড়, কুড়ি দাস নামে দড়ো
অদ্বৈত নিতাইর ঘরো, দম দুরিতে কর সাধন ।।
রামানন্দ শ্রীনিবাসে, মুরারী গুপ্ত হরিদাসে
প্রেম করেছে অভিলাষে, ইস্তক ভৃন্তি রয় গোপন
কেউ টানে দমের ভৃন্তি, একুশ হাজার ছয়শো গনতি
গনতিতে যার হবে কমতি, সেই হবে রে মানুষ রতন ।।
ছক্কাতে ছয় গোসাঁই পাবে, সাতাতে রত্ন উঠাবে
আটাতে কুঠুরি এটে, নল্লায় কর দরজা বন
দশে দশ দেবতা আছে, মন মানুষের অতি কাছে
মন টেক্কায় যা করাইতেছে, করতেছো তাই সর্বক্ষণ ।।