কি খেলা খেলিছো বিধি, ভাবিতেছি নিরবধি
সর্বত্র রয়েছো যদি, পাইনা কেন দেখা তোমার ।।
কেউ ছাড়া নয় তুমি বিনে, যত দেখি ঐ
আমি কেন ভিন্ন হয়ে পথে পড়ে রই
হয়েছি পাগলের মতি, চেয়ে থাকি দিবারাতি
তুমি অগতির গতি প্রাণপাখি হৃদয় পিঞ্জিরার ।।
মুনি ঋষি হলো যারা, ছেড়ে রাজ্য সিংহাসন
ফুলশয্যার বিনিময়ে দিলো যে কন্টক বন
কী রুপ তারে দেখাইয়া, নিলে হেথা ভুলাইয়া
মায়ার বেড়ী কেটে দিয়া, আলোকে ঘোচাবে আঁধার ।।
ভেবে জালাল উদ্দীন বলে, রাখো রাঙা চরণে
এ জগতে আপন আমার, কে আছেরে তুই বিনে
মঙ্গল নিদানে সহায়, বসে আছি তব আশায়
যেতে দিসনা অন্য রাস্তায়, চাইনা কিছু তাহলে আর ।।