জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৩৬

স্বপ্নে ঘেরাও এই পৃথিবী, স্বপন ছাড়া কিছু নাই
ত্রিভুবনে সকল জনে স্বপ্নস্রোতে ভাসছে তাই ।।
স্বপ্নে পড়ে হাসি কাঁদি, ঘরবাড়ি কতই বাঁধি
স্বপ্নের মামলায় হই বিবাদী, হাজত খেটে মরছি তাই
স্বপ্নের কায়া স্বপ্নের ছায়া, স্বপনঘোরে মহামায়া
ভাই ভগ্নি পুত্র জায়া, পিতামাতার দেখা পাই ।।
জঠর ছেড়ে যেদিন আসি, তখন থেকে পরবাসী
এই দেশেরই কয়েদ খালাসী, দমে দমে মুক্তি চাই
উর্দ্ধ চিন্তা করছি বলে, ডুবে গেলাম অতল তলে
কোন মহাসমুদ্র জলে, ডুবাডুবি খেলছি লাই ।।
খেলতে আছি তালতরঙ্গে, কত ভাবে লোকের সঙ্গে
আঘাত পেয়ে সর্ব অঙ্গে, জ্বলে পুড়ে হলাম ছাই
দুনিয়ার এই উলামেলা, সকলই স্বপনের খেলা
ঘুম ভাঙ্গিবে শেষের বেলা, দেশে যেদিন চলে যাই ।।
স্বপ্নে কত রাজা হইলাম, কত সিংহাসনে বইলাম
যন্ত্রণা যে কত সইলাম, তার তো সীমা সংখ্যা নাই
যুদ্ধ আর বিগ্রহ নিয়া, জীবন আমার গেলো চলিয়া
জালাল উদ্দীন কয় ভাবিয়া, ঘুম ভাঙ্গিলেই খালাস পাই ।।