উর্দ্ধমুখী বৃক্ষ যে এক, তার পাশেতে সরোবর
ফুটায়ে গেলো গানের মুকুল, সেই বৃক্ষ চল্লিশ বছর ।।
ফুলগুলি তার গন্ধ নিয়ে, নেচে বেড়ায় দিক বিদিক
রাত্র দিনে রয় উতালা, আপন ভাবনার নাই যে ঠিক
শূণ্য মাঝে হন্যে হয়ে, কোন অজানার লয় খবর ।।
কই গেলো সেই কোকিল আজি, তোতা ময়না হরবোলা
কই গেলো সেই মিষ্টি হাওয়ায়, আপন মনে সুর তোলা
দহিছে সেই অন্তর্জালা, কাপে অঙ্গ থর থর ।।
কালের বাঁশি নানান সুরে, বাজতে বাজতে অবিরাম
মৃত্যু এসে শিয়রেতে ডঙ্কা বাজায় দুমদাম
লয়না সে এলাহী নাম, মনে মনে রয় কাতর ।।
যারে ভেবে জালাল উদ্দীন কাটাইলো এ জনম
তার লাগি সব দুয়ার খোলা, কলিজাতে রয় জখম
অচিন দেশে যেতে চায় সে, গানের পাখায় করে ভর ।।