এমন বিদেশ বিপাকে আর কেউ কোনদিন এসোনা ।।
কেউ কোনদিন এসোনা আর, ঠকের হাতে পইড়োনা
চোরের সাক্ষী চোরে দিবে, তোর কথা কেউ কইতো না ।।
এই দেশেরই লোকের সনে দোস্তি রাখা চলে না
অঙ্গের মাংস কেটে দিলেও আপন বলে বোঝে না ।।
ভুখ পিয়াসে কার বাড়িতে অতিথেরো নাই খানা
পোলাপানে বস্ত্র টানে, পায় ধরিলেও ছাড়েনা ।।
ঐনা দেশের এমনি ধারা, চোখ থাকিলেও হয় কানা
জালাল উদ্দিন দিশেহারা, পথ থুইয়া আনাগোনা ।।