জ্যোতির্ময় এই রবি শশী, ঠিক রাখে ঐ দিবা নিশি
গ্রহ তারায় মিলেমিশে, অনন্তকাল ঘুরিতেছে ।।
উপুড় করা পাত্রটা ঐ, আকাশ আমরা কই যাহাকে
তার নীচেতেই ঘর বাঁধিয়া আকড়ে ধরছি মরণটাকে
বিষম ধাধায় দিন কাটাইয়া, অলক্ষ্যেতে রই চাহিয়া
খেলা ভাঙ্গলে একলা হইয়া বাড়ি ফিরতে হইতেছে ।।
শক্তি লইয়া এইখানেতে চলছে কতই আড়াআড়ি
ধুলাতে সব লুটাইবে, কারো নাই আর ছাড়াছাড়ি
আজকে শহর দেখবে যথা, কালকে শ্মশান পাবে তথা
খেলা ভাঙ্গলে স্বপ্নের কথা, কিছুই নাহি রইবে পাছে ।।
শেষ কথাটি লেখা আছে, প্রত্যেকের এই কপালে
পৃথিবী সব ছায়াবাজি, রহস্যময় ইন্দ্রজালে
জালাল উদ্দিন তার ইশারায়, ঘুরিতেছে মিথ্যা মায়ায়
দিন ফুরাইলে হায়রে হায়, কই যাবে তাই ভাবিতেছে ।।