এই পথে আর কেউ কোনদিন, ভুল করিয়া যাইসনা তোরা
মিছে আশায় ঘুরে শেষে, হইতে হয় জীয়ন্তে মরা ।।
তারে পাওয়ার আশা করে, সারাটা জীবন ভরে
সাধন সিদ্ধি নিয়মাচারে, হয় যে মানুষ বাড়ি ছাড়া ।।
জ্ঞানী পণ্ডিন কতজনে, দিবানিশি শাস্ত্র টেনে
কূল না পেয়ে এ জীবনে, বাদ দিয়েছে লেখাপড়া ।।
শোনা যায় পরস্পরে, পাখির মতই হৃদপিঞ্জরে
সুখ দুঃখে বসতি করে, ভবে নাই তার মৃত্যু জরা ।।
কখন কারও কাছে এসে, আড়াল থেকে ডাকে হেসে
যাইতে গেলে তাহার দেশে, সার হয়ে যায় ভিক্ষা করা ।।
নিজের রুপে আশেক হইয়া, জালালি তার নাম টানিয়া
যে জন আছে ধ্যানে বইয়া, যৎসামান্য পায় সে ধরা ।।