জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৪৭

বসিয়া নিরালা, ওহে চিকন কালা
ভেল্কি দিয়া সদায় করো খেলা, বসিয়া নিরালা ।।
যেদিন হতে তুমি আসিলে এই ঘরে
সেই অবধি লুকালুকি কিসের তরে
কত হিংসা অভিমান করে, আর কত যে অবহেলা ।।
যখন আমার এই দেহ ছিলো অন্ধকার
আপন ইচ্ছায় বসাইলে আনন্দের বাজার
পাপ পূণ্যেতে দিয়ে বিচার, বন্ধ করে দিচ্ছো তালা ।।
না চাহিতে যদি এসে করলে আত্মদান
আজি কেন হলে তবে এত যে পাষাণ
অতি কষ্টে রাখতেছি প্রাণ, কেঁদে কেঁদে সারাবেলা ।।
সারথি হইয়া রথ চালাও অনুক্ষণ
দেখিনা তাই বুঝি আমার অন্ধ নয়ন
তুমি বাতাস, আমি পবন, সমান নইলে সঙ্গের চেলা ।।
আতর চন্দনাদি মাখিয়া অঙ্গে
নেচে নেচে কাছে এসে প্রেমতরঙ্গে
জালালকে তুই নিয়ো সঙ্গে, যখন দেশে করবি মেলা ।।