জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫০৪

মুর্শিদ আমার মওলা ধন, কেমনে পাইবো তোমার দরশন
দেখবার আশায় আমি সদায় থাকতে আছি উচাটন ।।
লুকি দিয়া কোথায় গেলা, ডেকে মরছি তোমারে
শাস্ত্র ছেড়ে আকার ধরে, দেখা দেও আজ আমারে
দেখা দিতে আশেকেরে নাই কি তোমার প্রয়োজন ।।
এদিক সেদিক চাই তোমারে দেখি দেখি পাইনা
হাত বাড়াইয়া ধরতে গেলে হাতে কিছুই আসেনা
তুমি ধরা নাহি দিলে ধরবে তোমায় কেমন জন ।।
সাক্ষী দিলো কোরাণ এসে, দেখে তোমার বাসস্থান
খুজতে গেলাম, না পাইলাম, হলো শুধু অপমান
জালালে কয় ফাঁকা ময়দান, দেখবার আশা অকারণ ।।