একদিন যেন হয়গো দেখা
তুমি আমি দুজন ভিন্ন, ভাল নয় কেউ সঙ্গে থাকা ।।
খুলিয়ে হৃদয়ের দ্বার, দেখাইবো ছবি তোমার
নীচে আবার তুই বধুয়ার, সোনার জলে নামটি লেখা ।।
দেখলেই তখন বুঝবে পিয়া, কত না যতন করিয়া
তোমারি চাঁদমুখ চাহিয়া, কাঁদি কত বসে একা ।।
তব প্রেমের বালাই নিয়ে, জালালকে তোমারে দিয়ে
যাবো আমি বিদায় হয়ে, নিয়ে মাত্র স্মৃতিরেখা ।।