প্রেমের দেশে যাইতে হলে সাধন বলে
আয়না একবার দেখে আসি ।।
দেখিলে আনন্দ বাড়ে, তার ভিতরে
খেলা করে রবি শশী ।।
অরুণে দিচ্ছে কিরণ, শোনরে ও মন
অমাবস্যাতে হয় পূর্ণমাসী ।।
প্রেমপুরীতে নয়টি রাস্তা, বিকায় সস্তা
খোদ মহাজন ঘরে বসি ।।
পাইকারী দর লইতে পারে, এ সংসারে
যে হইয়াছে যোগী ঋষি ।।
দমের ঘরে কপাট মেরে, শক্তির জোরে
দেও পাহারা দিবানিশি ।।
জালালে কয় তোর মধ্যি ঘরে, মাল ভাণ্ডারে
পড়ে থাক তুই উপবাসী ।।