জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩৯২

তুমি আমার গলের মালা, তুমি বাঁকা শ্যাম
অঙ্কুর বয়সে প্রেম করিয়া, পাগল সাজিলাম রে
ও আমার চেংড়া বন্ধুরে ।।
আগে যদি জানতামরে বন্ধু, যাইবেরে ছাড়িয়া
চরণের নূপুর হইয়া রাখিতাম বেড়িয়া রে ।।
বরষাতে মুণ্ডারে চিনি, মাঘ মাসিয়া কলা
তোর সনে আজ মোর পীরিতি, শুকনা গাঙ্গের তলা রে ।।
মাছের না লাগিয়ারে চিল আকাশেতে ওড়ে
মাণিক্যেরই ভরা লইয়া ডুবিলাম সায়রে রে ।।
রাজার শক্তি রায়ত প্রজা, মেঘেরই বল বাও
বিরহীনির বুকেরই বল, চান্দমুখের রাও রে ।।
চন্দ্র সূর্য গ্রহ তারা, ক্ষান্ত নাই তার গতি
জালাল কহে তারাও পায়না, খুজিয়া তার পতি রে ।।