জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১০৫

যাবে যদি ছুটে আয়, শোন তোরে কই মন পাগল
ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার, না আছে পথের সম্বল ।।
অষ্টধাতুর দেহখানি, চালাইতেছে খোদ কোম্পানি
মধ্যস্থলে আছে পানি, হাওয়ার যোগে হয় প্রবল
উপরে জ্বলে পরশমণি, নীচে ঘুমায় অষ্টফণী
হংস রবে উঠে ধ্বনি, সোহহং শব্দে চলাচল ।।
মূলাধার হইতে গিয়া, কুম্ভকেতু দম আটকাইয়া
ধীরে ধীরে চোখ মুদিয়া, ধ্যান করো সহস্র দল
তিন তারেতে বোল উঠাইয়া, ষোলো তালায় চাবি দিয়া
শুনতে থাকো কান পাতিয়া, নিত্যধামের কোলাহল ।।
আছে দুইটি নিশান ধরা, উপরের তালা বন্ধ করা
রত্নমানিক মধ্যে ভরা, নয়টি নালে আসে জল
যাবে যারা প্রেমনগরে, দাড়াইয়োনা বালুচরে ।।
দিগদর্শন যন্ত্র ধরে, জালালে কয় সোজা চল ।।