জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৭১

মানুষ বানাইলে কৌশলে
করে মাটি পরিপাটি, আলো হাওয়া আগুন জলে ।।
প্রথমেতে পানি দিয়া, অগ্নিকুণ্ডে জাল চড়াইয়া
মাটির আকৃতি হইলো রক্ত মাংস মিলে
তার মধ্যে হাওয়া গেলো পঞ্চমাসের কালে
দশ মাসে চেতন হয়ে দুনিয়াতে এলো চলে ।।
ষোলো জনকে লইয়া সাথে, জীবাত্মা চড়িয়া তাতে
শান্তির শহরে যাইতে প্রেমের ইঞ্জিন খোলে
মদনপুর জংশনে গিয়া সবাই একদিন মিলে
ড্রাইভারে নেয় ইচ্ছামতো, যাহার কথা কর্মফলে ।।
প্যাসেঞ্জার ভোলানন্দ, টিকেট মাস্টার কোঠায় বন্ধ
সময়মতে পাড়ে যেতে উচিত মূল্য দিলে
দৌড়াদৌড়ি করে কত, পড়ে যায় তার তলে
কত ইঞ্জিন আটক থাকে, মায়াপুরের মায়াজালে ।।
চেতন গুরু সঙ্গী হইয়া, নিবে যারে পথ দেখাইয়া
ভয় বিপদে পায়না তারে, জালাল উদ্দীন বলে
বিলাতের বাজারে যাবে, গোনা দিন ফুরাইলে
আবার যেয়ে নূতন হয়ে এই দেশে আসিবে চলে ।।