জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৭৫

জীবন ভরিয়ে যতন করিয়ে
অন্তরে দিয়েছিলাম ঠাই ।।
তোর কারণে দিনরজণী ঝরে অশ্রুজল
বেশ করেছো, ভালই বটে প্রেমের প্রতিফল
নিতে বাকী প্রাণটি কেবল, আমি কি তা রাখিতে চাই ।।
জাতি কুল নিয়ে তুমি, হলেনা আর সুখি
তাই বুঝি আমার সনে করো লুকালুকি
রাখলে বাকী দুইটি আঁখি, দেশ বিদেশে ঘুরে বেড়াই ।।
এখনও যে পাগল আঁখি, তোমায় দেখতে চায়
চেয়ে চেয়ে প্রাণটি যদি বাহির হয়ে যায়
জালালে কয় তাই ভালো হয়, তুই বিনে যে সম্বল নাই ।।