জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬১৪

স্বর্গ তোমার আছেরে মন হয়ে গোপন
তোমারই ঐ হৃদয় পুরে ।।
সব মানুষে ইহলোকে বলছে মুখে
স্বর্গে যাবে মরলে পরে
এইটা একটা প্রলোভনে মানষের মনে
শান্তি আনে বহুত দূরে ।।
স্বর্গ এমন জিনিস নয়, আকাশে রয়
জীবন লয়ে কেউ যাইতে নারে
মরলে যারা পূণ্য পাবে তারাই যাবে
সোনার তৈরী বাড়ি ঘরে ।।
সেথায় খুবই রং তামাশা, ভালোবাসা
হুর পরীদের প্রেম বাসরে
আঙ্গুর বাদাম পেস্তা দানা, মিষ্টি খানা
খাইবে কতই উদর ভরে ।।
দুনিয়াতে স্বাস্থ্য সুখে হাসিমুখে
যে যেখানে বসত করে
তাদের স্বর্গ তথায় বটে, ভবের হাটে
আর কিছু নাই তার বাহিরে ।।
জালালের এই কথা শুনে, মানষের মনে
না জানি কোন কথা পড়ে
মনেরে ঠিক করে নিয়া, থাক ভাসিয়া
জীবন ভরা সুখ সাগরে ।।