জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৬৩

কই বাঁশি বাজাও গো তুমি, বসিয়া মোর অন্তঃপুরে
শব্দ শুনি দিন রজণী, নিকটে নয় অতিদূরে ।।
অন্তঃপুরের শান্ত হাওয়া, ক্ষান্ত নাহি আসা যাওয়া
এক রাগিণী ভুবন ছাওয়া, বাজে সবের ভিতরে ।।
ভাটি ছেড়ে উজানিতে, বাজে বাঁশি দিনে রাতে
মানিক জ্বেলে আঁধারেতে রাখিয়াছো উজ্জল করে ।।
সত্ব রজ তমোগুণে, যে যেমন গিয়েছে শুনে
ভুল পড়েনা এ জীবনে, ত্রিবেণীতে সপ্তসুরে ।।
বাঁশিতে রয় নয়টি ছেদা, রাগিণী তার জগৎ বাধা
ভাবুক নাহি ভাবে জুদা, সার করেছে জনম ভরে ।।