জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৯৪

বিকাশ ধারার পথ ধরে কেন, এলো আমার অনুরাগ
মূলে যে তার জড়িয়ে আছে, সেই পুরানো আদিনাগ ।।
সেই নাগে দংশিলে পরে, সঙ্গমের রঙ্গ ঝরে
বিশ্বভুবন ভরায়ে দেয়, তার হারানো সুরের রাগ ।।
আদ্যিকালে দুই ছিলো এক, জাগলো যখন এশক বিবেক
ফুটলো হয়ে বিশ্বকমল, ভোমর সুধায় নিতে ভাগ ।।
পাপ পূণ্য নয় পৃথক কিছু, মহাশূণ্যে উপর নীচু
বহন করে তুল্যমূল্য, কালের বুকে নেয়না দাগ ।।
পাপের বোঝা তারে দিয়া, জালাল গেলো শূণ্য হইয়া
আপন মূরত ধ্যান করিয়া, সাধন পথে সবাই জাগ ।।