রাজ্য নষ্ট করিসনা মন, কুশাসন আর অত্যাচারে
মন্ত্রীসভা ভালো নয় তোর, যাহা ইচ্ছা তাহাই করে ।।
কুবুদ্ধি কুমতি আর কুচিন্তা সব লইয়া
সর্বদা হয় আলোচনা, একত্রে বসিয়া
নিজের বোচকি ভরতে গিয়া, সবাই ব্যাস্ত এক্কেবারে ।।
দুইজনারই হাতে পাঁচজন, সদর অফিসে
হিসাব নিকাশ টানিতেছে, বাহিরে না আসে
কর্মচারী চৌষট্টিতে যার তার কর্ম নিতেছে সেরে ।।
হৃদয় সিংহাসনে আছে কর্তার বাসস্থান
সে যদি হয় শক্ত চোরা, আইনের কি বিধান
নষ্ট তুষ্ট নাই তার কষ্ট, এই ভাব চললো জনম ভরে ।।
ফন্দিবাজি চুরি শিক্ষা, ভিক্ষাও করে শেষে
কায়দা কানুন যতকিছু, খুজে নানান বেশে
কথার ছলে হেসে হেসে, লুট করে যায় রাজভাণ্ডারে ।।