জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৮৮

এমন দেশে চলবেনা আর তহশিলদারী চাকরী করা
হিসাব নকাশ লয়ে কেবল, মাথা ঘামাই জীবন ভরা ।।
জমাজমি ঠিক না পাইয়া, অনুমানে খাজনা লইয়া
চেক কাটা আজ দায় ঘটিলো, ঘেরাও দিয়া সবেই খাড়া ।।
মহালের নাই বন্দোবস্ত, বিদ্রোহী প্রজাসমস্ত
করিতে চায় বরখাস্ত, উপরস্থ আছেন যারা ।।
পেয়াদা পাইক চৌষট্টি জন, তাগিদ করে যার তার মতন
বিপদে ঠেকছি এখন, হয়ে গেছি বুদ্ধিহারা ।।
এই ভাবে আর কিছুদিন গেলে, হবে খুব কঠিন
হিসাবেতে বাজবে ঋণ, হইতে হবে দেশছাড়া ।।
জালালে কয় সব ভাজিভুজি, ছেড়ে এখন শান্তি খুজি
ঘরে ছয়টা শক্ত পাজি, এদের জ্বালায় গেছি মারা ।।