কি দিয়া প্রাণ জুড়াবো, অন্তরে জ্বলে আগুন রইয়া
কই গেলো মোর প্রাণের পাখি, কেউ দিলোনা কইয়া রে ।।
বাগে ফুটছে রাগের কুসুম, কতই না রং ধরিয়া
লাখে ঝরে লাখ বাগিচায়, নেয়না কেউ খুজিয়া রে ।।
গুণের বাঁশি দুনিয়াতে, বন্ধুয়া গেলো বাজাইয়া
সেই সুরের রাগেতে আজো, উদাসী দুনিয়া রে ।।
মরছে কত মাটির মানুষ, মাটি হইলো সব কায়া
উইড়া যাইতে সোনার পাখি, দেখলোনা কেউ চাইয়া রে ।।
ময়না পাখি ছুইট্যা গেলো, কেঁদে তার লাগিয়া
সারা জীবন ঘুরলো জালাল, পিঞ্জর হাতে লইয়া রে ।।