জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৪৯

সমান পবন নইলে ঘুড্ডি ওড়েনা আকাশে
আমার পাগলা ছাওয়ালরে
উড়াইলা রঙ্গিলা ঘুড্ডি লিলুয়া বাতাসে ।।
মনরে উপরে নীচে কামানি জুড়, মধ্যে মণ্ডুশলা
তালুয়ার শিক সমান তারই, কোনোটা পাতেলা
মন পবনের দুই তাবিজে, জুইত দড়ি লাগাইছো এটে ।।
মনরে মন্দা হাওয়ায় গোত্তা খেয়ে, মাটির পানে ধায়
জুইতের দড়ি আগা টানে, কতই চিতা খায়
নাটাই হাতে কি করিবে, টানিলে টুনিলে কষে ।।
মনরে তিন নালিয়া রেশমী সূতা, একুশ হাজার হাত
লিলুয়া বয়ারে উড়ে, ছিড়ে যায় হঠাৎ
ছুটলে কোথায় যায়, না জানি, অচেনা জালালী দেশে
আমার পাগলা ছাওয়ালরে ।।