জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৪৯

আল্লা ছাড়া নাই কিছু আর, বিচার করলে দুনিয়ায়
সারে আলম তারই ছবি, তুমি আমি রই মিথ্যা কথায় ।।
সেই হইলো পরম সত্য, বিচার করলে নিগূঢ় তত্ব
কোন নামেরই কি মাহাত্ম্য, খুজে লও কোরাণের গায়
ইছমে আজম তার নামের মাঝে, শান্তি আনে সকল কাজে
অন্তরেতে যার বিরাজে, সর্বসিদ্ধি সব জায়গায় ।।
যা হইতেছে এ সংসারে, সব কিছুই সেই আল্লায় করে
হুতাশ রইলে জন্মভরে, মিছামিছি ভাবনায়
যখন তিনি সদয় হবে, সকল বাঞ্ছার তৃপ্তি লবে
নিরর্থক এই যে ভবে, ভুলে আছিস মিথ্যা মায়ায় ।।
জীবন গেলো নির্বিচারে, পড়ে রইলে অন্ধকারে
আপন ভেবে যারে তারে, দিন গেলো রং তামাশায়
সব ছাড়িয়ে এক ধরিলে, নিজের হারায়ে নিলে
ডুবে রইবে প্রেমসলিলে, জালাল বলে নির্ভাবনায় ।।