খোদার তরফ হইতে কথা, মনে ভাসে বরাবর
খুদি তারে প্রকাশ করে, জিহ্বাতে ফুটাইয়া স্বর ।।
নির্জনেতে চিন্তা করে, ধ্যানস্থ হইলে পরে
কথা ভাসে যার অন্তরে, সে হয়ে যায় পয়গম্বর
তুমি আমি জনসাধারণ, উপর দিকে যায়না মন
করিনা তার অন্বেষণ, ভাব না থাকায় ভাবান্তর ।।
এই যে দুনিয়ার মাঠে, চলিতেছে পথে ঘাটে
কেউ রয়েছি তখতো পাটে, লয়ে আপন বাড়িঘর
মন ডুবে রয় স্বার্থচিন্তায়, সে আসেনা এই আঙ্গিনায়
খাইয়া শুইয়া জীবন যায়, শান্তি পাইনা এর ভিতর ।।
যারা গেছে বন জঙ্গলে, কার সনেও না কথা বলে
পুড়ছে খোদার প্রেমানলে, মরে গেলেও রয় অমর
যখন যাহার ধ্যানে বসে, সেই জালালি ওহি আসে
কোনো কিছুই না প্রকাশে, এই পৃথিবীর বার খবর ।।