তারে ধরতে সাঁতার দিলাম, কূল পাইলামনা দরিয়াতে
শোনা কথা সবেই শোনায়, দেখায়না কেউ হাতে হাতে ।।
হরি আল্লা বলাবলি, যার তার ধর্ম মতেই চলি
লাগছে বিষম ঠেলাঠেলি, আসল নাই কার গোড়াতে ।।
যারে ভাবি বর্তমান, পাওয়া যায়না কোনো সন্ধান
বিদ্যা বুদ্ধি শাস্ত্রজ্ঞান, খাটেনা আর কিছুই তাতে ।।
আণবিক উদ্ধার হলো, মহাশূণ্যেও মানুষ গেলো
কোথায় জানি সে রহিলো, খেলেনা তাই কারো সাথে ।।
রিমিয়া ছিমিয়া হামজাদ, ইনাবাসাদ জুজবে জাত
আউলিয়ারা পাইলো নাজাত, মিশে গিয়া তাহার জাতে ।।
যারা যতই জানতে আছে, তারা ততই পড়ছে পাছে
অজ্ঞান হলে থাকতো কাছে, পাওয়া যাইতো সাথে সাথে ।।
ধর্ম নামে নাই কিছু আর, দলাদলিই জগতে সার
কর গিয়া নিজের বিচার, জালালে কয় দিনে রাতে ।।