জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৬০

দুরন্ত ম্যালেরিয়া, কিভাবে আসিয়া
দেশে বেড়াও ঘুরিয়া ।।
বাকি নাহি আছে কোনো একজন
ম্যালু মামার সাথে দিতে দরশন
হয়ে তনুহীন, চেহারা মলিন
হাটিতে হয় লাঠি লইয়া ।।
পোলা বুড়া যত, সবার এক দশা
কারে দিয়ে নাহি কোনই যে আশা
খাওয়া পরা নাই, হা হুতাশে তাই
কাঁদে সদাই ঘরে বসিয়া ।।
কুইনাইন খাইলে হয় কিছু অবসর
দুদিন পরে ওঠে আবার ভল্লুকের জ্বর
ঢালিতে হয় পানি, কলসি টানাটানি
নইলে যায় পাগল হইয়া ।।
প্লীহা যকৃত বাড়ে আর রক্ত নষ্ট হয়
এই সময়ে লোকে কিছু কিছু কয়
ডাক্তার কবিরাজ ধর, অন্য চেষ্টাও কর
নহে আর এক পালায় যাবে চলিয়া ।।
শক্তিহীন দেহ, হাতে নাই কড়ি
যমের পোলায় পাকায় লম্বা লম্বা দড়ি
বেধে সেধে গলে, এ ঘোর জঙ্গলে
নিয়ে যাবে হায় টানিয়া ।।
গরিবের দেশে তুমি কী পেয়েছো মজা
বিলাতে গেলে খাইতে রসগোল্লা গজা
মোদের ঔষধেই চলেনা, কি দিবো বলোনা
কাঁচকলা খাবি কি পুড়িয়া ?
অকালে বিধবা কত করিয়েছো নারী
রাস্তায় ঘাটে দেখি কত পড়া বাড়ি
জালাল উদ্দিন বলে বিধি এই কৌশলে
দিবে বুঝি উজাড় করিয়া ।।