জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৬৩

কথা বলে ঠারে ঠুরে মুখে নাহি শব্দ করে
কতক্ষণ পরে পরে ডাকে আলেক সাঁই ।।
বলে নামাজ রোজা, না করে খাও গাজা
শেষকালে সাজা কিছু হবে নাই
পঞ্চভূতে সবে, মিশে যাবে তবে
ভাবনা কি ভবে করিতেছো ভাই ।।
শয়তান কু দুনিয়া, দিয়েছে সপিয়া
জন্ম মৃত্যু লইয়া করিছে বাদশাই
ভাল আর মন্দে, পরম আনন্দে
খেলে কতই ছন্দে, মোদের কিছু নাই ।।
লতিফা হাসিল, কীসের মুশকিল
দরবেশ জাহিল করিছে বড়াই
জালাল উদ্দিন কহে, ওরা সাধু নহে
লোক দেখানো দেহে মাখে ভস্ম ছাই ।।