জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৩৭

ধরতে গেলে কই চলে যাও, কেউ তারে খুজিয়া পায়না
আপনা হইতে ভালোবাসো, খেলা কিছুই বোঝা যায়না ।।
মুখ দেখিয়া দুঃখ বুঝিয়া, নয়নের জল মুছাইয়া
রোগে শোকে হাত বুলাইয়া সদাই করে দেও সান্তনা ।।
কি খাবো আর কেমনে রবো, সর্বদাই ভাবনা তব
কীসে আমি সুখি হবো, করতেছো সেই ভাব যোজনা ।।
মাতা হয়ে করো পালন, পিতা হয়ে করো পোষণ
বন্ধু হয়ে প্রেমালিঙ্গন, জীবনে আর ছেড়ে যাওনা ।।
করো ভার্যা হয়ে প্রেমাচরণ, পুত্র হয়ে অন্ত্যেষ্টি করণ
তুমিময় এ বিশ্বভুবন, চিনতে তোমায় পারলাম না ।।
জালাল তোরে চাহে এবার, ঘুচায়ে সব মায়ার আঁধার
চরনে লুটায়ে তোমার জুড়াইয়া নেও যাতনা ।।