জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৭২

আগে জানলেনা তুই দেহের খবর, কোনখানে কোন বস্তু আছে
অমূল্য ধন চিনলেনা মন, মানব জীবন বিফলে গিয়াছে ।।
বিন্দু হতে এই সুন্দর দেহ যে করলো গঠন
কত দূরে আছেন তিনি, নাইরে নিরুপণ
তার অন্বেষণ করে সাধন করলেই পরম চিনবে পাছে ।।
চৌষট্টি জেলা আছে ঐ মন রাজার রাজ্যেতে
দশজন তাহার কর্মচারী, পঞ্চ বিভাগেতে
আদায় তহশিল নিজের হাতে, মালখানায় সব ভরিতেছে ।।
পরব্রহ্ম হয়রে যিনি, ব্যাপীয়া সংসার
তার উপরে না আছে আর কারো অধিকার
জ্ঞান সমুদ্রের নাই পারাপার, কাছে গিয়া যে দেখেছে ।।
চন্দ্র সূর্য উপরে দিয়া, ঘুরছে নিরন্তর
জালালে কয় নদনদী আর পর্বত সাগর
ভিতরে এক চুম্বক পাথর, হজম করে সব নিতেছে ।।