জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১১৪

রোজা রাখি বারো মাসে, এক দিন থাকি অনাহারে
মক্কার ঘরে শিরণী লইয়া, খাড়া আছি পুব দুয়ারে ।।
কোন কালে মানসিক ছিলো, ষোলো যুগ পার হয়ে গেলো
দিলের ভিতর ওহি এলো, যাও নবীজির দরবারে ।।
নবুয়ত মোর সঙ্গে নিয়া, তওবার দরজায় দিয়া
ভাবছি অতি ব্যাকুল হইয়া, খোদার বাপে ধাক্কা মারে ।।
দোজখেতে আগুন ছিলো, সব ফেরেশতায় খেয়ে গেলো
শয়তান বেহেশতী হইলো, জানিনা সে কোন বিচারে ।।
আসমান জমিন রবি শশী, দেখে তারা হইলো খুশী
জালাল বলে কও সন্ন্যাসী, এই শিরণী আজ দিবো কারে ?