জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৮

ছি ছি ছি লাজে মরি, বিধি তোমার কাজ দেখে
সোনা রুপায় থাকতে চাওনা, স্থান লয়েছো বিষ্ঠাতে ।।
ভোমর তোর কোন কাজ করে, এত দয়া তার উপরে
মধু খায় সে জীবন ভরে, নূতন নূতন ফুল দেখে ।।
পড়লে কেন তুই এত ভ্রমে, ক্ষুদ্র হতে ক্ষুদ্রতমে
বিচার নাই তোর বেশী কমে, ভেলকি খেলাও গোপন থেকে ।।
কালো রং কোকিলের গায়, মধুর স্বরে কত না গায়
তুচ্ছ প্রজাপতির পাখায়, কত রং দিয়েছ মেখে ।।
যে যারে চায় তারে পায়না, করে কতই আরাধনা
সাগরে তো মানিক চায়না, পরশ দিলে পাষাণের বুকে ।।
জালালে কয় বলবো কত, তোর মতো নাই বুদ্ধিহত
তুমি চোর মাতালের অনুগত, সাধু জনে পেতে ডাকে ।।