জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৬০

এই যে আমার সাধের পিঞ্জর শূণ্য করে
মন পাখি তুই যাইসনে উড়ে ।।
তুইরে সাধনের পাখি, তোমায় ডাকি
মায়ার বাধন যাইসনা ছিড়ে
আনন্দে তুই থাকরে ও মন, সুখের স্বপন
দেখতে থাক ঘুমে পড়ে ।।
হইয়া কতই পেরেশানী, আপন জানি
খাওয়াইলাম জনম ভরে
সারা জীবন সুখে রইলে, কথা কইলে
মোর পানে আর নাহি ফিরে ।।
একবার তুমি শান্ত হইয়া আমায় লইয়া
ভাসিলেনা প্রেমসাগরে
গেলো নারে তোর ছটফটানি, কই বা জানি
যাইতে ইচ্ছা রয় অন্তরে ।।