জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫১৭

এমন ভাঙ্গা ঘরে বসত করে, সুখ নাইরে হায় পৃথিবীতে
এরা উপরে ট্যাক্স ধরা, হাত খালি আজ দিতে দিতে ।।
নাই তাহাতে ছানি বেড়া, মাত্র কয়টি হাড়ের জোড়া
চৌদিকেতে চামড়ায় ঘেরা, আঁধার থাকে দিনে রাতে
মধ্যে পঞ্চভূতের বাসা, ভূতে ভূতে মিলামিশা
এইসব দেখে হারা দিশা, পারলামনা কিছুই বুঝিতে ।।
রক্ত বীর্য মেদ মাংস কার কৃমিকীটে ভরা তাই
ভালো বলে একটা কিছু সর্বাঙ্গে আর দেখিনাই
এর প্রশংসা করে, মাখিয়া চন্দন আতরে
ঠেকবে গিয়া দুদিন পরে, পারবেনা কেউ টেনে নিতে ।।
আদম থেকে শুরু করে, জালাল ইস্তক হয় যত
এক বাঁশিতে বাজায়ে গেলো, নিত্য নূতন সুর কত
বুঝলোনা কেউ মুণ্ডুমাথা, উল্টাইয়া সব পুঁথির পাতা
যার তার মতে কইলো কথা, হিতের মধ্যে বিপরীতে ।।
জিন্দাবেস্তা ত্রিপিটক আর উপনিষদ বেদ পুরাণ
দর্শন পাতঞ্জল গীতা, তৌরিত জব্বুর ইঞ্জিল কোরান
কিতাব যত পড়া হইলো, আসল জানতে বাকীই রইলো
এলমে আলম হার মানিলো, পারলামনা যৌবন রাখিতে ।।