কূল নাই দরিয়ার বুকে, দিয়েছি সাঁতার বন্ধু
নিদয়া রে কই রইলা অকূলে ভাসাইয়া ।।
বন্ধুরে, উপরে আসমান, নীচে পানি, তরঙ্গ মোর সাথী
নিভি নিভি করে জ্বলে, অন্তরের বাতি বন্ধু ।।
বন্ধুরে, কাজল কালো মেঘের পুঞ্জ, সজল বাতাসে
কাপন ধরা বেণু বাজে, দূরের আকাশে বন্ধু ।।
বন্ধুরে, ভাসিতে ভাসিতে একা, এলেম কতদূর
কবে জানি পাড়ি দিবো, লাহর সমুদ্দুর বন্ধু ।।
বন্ধুরে, বেলা শেষে সিন্দুর মেঘে আনতেছে আঁধার
নয় বেশীক্ষণ আমার মরণ, হাবুডুবু সার বন্ধু ।।