জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৪০

দেহের কারায় বন্দী হয়ে কারাবাসে
কাটাই দিন
রাত্রদিন ছটফটানি, শুকনাতে
পইড়াছি মীন ।।
কামনা বাসনা মিশা, আছে দেহের ক্ষুধা তৃষা
কেমন করে পাবো দিশা, শুধবো কীসে প্রাণের ঋণ ।।
দেহের এ ভার সইতে নারি, উঠতে গেলেই গর্তে পড়ি
আকাশ রথে কেমনে চড়ি, এই ভাবনায় হইলাম হীন ।।
না হইলে মোর দেহ চেতন, ছিলো নাতো কষ্টের কারণ
কয়লা পোড়া হয়না বারণ, হাওয়ার হাতে রাইখ্যা জীবন ।।
জালাল উদ্দীন কেঁদে বলে, যেদিন আমি যাবো চলে
শুধু সুর ছাড়া এ ধরাতলে, রবেনা মোর ব্যাথার চিন ।।